৩৯ কোটি টাকা খেলাপী, হাবিব গ্রুপের ৩ পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা

79
   
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক :

এবি ব্যাংক চট্টগ্রাম আগ্রাবাদ শাখার ৩৯ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা পরিশোধ না করায় হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ পরোয়ানা জারি করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারি পরোানা জারি হওয়া তিন জন হলেন- হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী ও পরিচালক তানভীর হাবিব। তারা তিন জনই হাবিব গ্রুপের পরিচালক এবং গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুল্লাহ মিয়ার ছেলে।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, খেলাপি ঋণ আদায়ের দাবিতে এবি ব্যাংক আগ্রাবাদ শাখা চলতি বছরের ৪ মার্চ অর্থঋণ আদালতে জারি মামলা করে। জারি মামলায় খেলাপি ঋণ ৩৯ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা দাবি করে ব্যাংক কর্তৃপক্ষ। ঋণের বিপরীতে কোনও স্থাবর-অস্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি।

চট্টগ্রামভিত্তিক বনেদি শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের গার্মেন্টস, টেক্সটাইল, জাহাজ ভাঙ্গা, ইস্পাত, সিমেন্ট, কাগজশিল্প, সার, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও অ্যাভিয়েশন খাতসহ ৩১টি প্রতিষ্ঠান ছিল। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।