নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম ইউসুফ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (১ মে) বিমানবন্দরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মনিরুল ইসলাম ইউসুফ রেড ক্রিসেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে মেয়রের সঙ্গে মতবিনিময় করেন এবং সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন কমিটি নিশ্চয়ই এই কার্যক্রমকে আরও গতিশীল করবে। নগরবাসীর সেবায় আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ইউসুফকে শুভেচ্ছা জানান এবং তার কার্যকাল সফল ও ফলপ্রসূ হোক বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান জিয়া, বদিউল আলম বদি, রেজাউল করিম লিটন ও আবদুস সাত্তার।