নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ১০৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬৬ হাজার ৯৮৭ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. এনাম হোসেন (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন বারৈয়াঢালা ইউনিয়নের কালাবাড়িয়া এলাকার ছোট দারোগারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার এএসআই মো. হারুনার রশিদ ও এএসআই মো. বাদশা বুলবুল।
পরে এসআই সৈয়দ সফিউল করিমের উপস্থিতিতে এনামের কাছ থেকে১০৭ পিস ইয়াবা (ওজন ১০.৭ গ্রাম, বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা) ও নগদ ৬৬ হাজার ৯৮৭ টাকা জব্দ করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত এনাম হোসেনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।