বায়েজিদে খুন : ১২ ঘণ্টায় ৪ আসামি গ্রেপ্তার

14
   

নিজস্ব প্রতিবেদক : 

বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে চারজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খান, এসআই মুহাম্মদ নুর ইসলাম ও এসআই মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টা থেকে মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর ২টা পর্যন্ত বায়েজিদ ও পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—গোবিন্দ নাথ (১৯), সুনীল দাশ (২০), বিশু পাল (১৯) ও মোঃ জনি (২৪)।

তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের রক্তমাখা জুতা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা (নং-২৭, তারিখ-১৬/০৪/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।