নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ধর্মী সম্প্রীতির দেশ। শতাব্দীর পর শতাব্দী এ দেশে নানা ধর্মের মানুষ পারস্পরিক সহমর্মিতার সাথে বসবাস করে আসছে। এদেশের ধর্মীয় সম্প্রতি এখন বিশ্বে অনেক দেশের কাছে মডেল। সরকার সকল ধর্মের মানুষের সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সে জন্যই অন্তবর্তীকালীন সরকার সকল মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানে বৈষম্যহীনভাবে সহায়তা করে যাচ্ছে।
রবিবার রাঙ্গামাটিতে কওমী ওলামা পরিষদ আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
আলেম ওলামাদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, এ দেশের সামাজিক বিকাশে আলেম ওলামাদের সমীহীন অবদান রয়েছে। আলেম ওলামাদের নসিহতের কারণে অনেক অফিসার অনেক সাধারণ মানুষ নীতি নৈতিকতা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলছে। কিন্তু আলেমদের একটি ছোট অংশ সাধারণ কিছু বিষয় নিয়ে মতদ্বৈতা করে ঐক্য বিনষ্ট করছে। অথচ এখন আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার সময়, আলেমরা ঐক্যবদ্ধ হলে আমাদের সমাজ আরো পরিশীলিত এবং বিশুদ্ধ হবে।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমাম মোয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ প্রহণ করেছি। এর মধ্যে গুরুতর অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং আত্মকর্মসংস্থানের জন্য, ছাগল পালন বা ক্ষুদ্র কৃষিঋণ প্রদান করছি। এই ঋণ গ্রহণের জন্য তাদের কোনো জামানত বা সুদ প্রদান করতে হচ্ছে না। ইতোমধ্যে অনেক ইমাম মোয়াজ্জিনকে এই ঋণ প্রদান করা হয়েছে এবং জুন পর্যন্ত আরো অনেককে তা প্রদান করা হবে।
বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে বলেন, প্রধান উপদেষ্টা যে ভাবে ঘোষণা দিয়েছে সে অনুযায়ীই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা গণতান্ত্রিক সংষ্কৃতিতে বিশ্বাসী, এখানে সবাই নিজেদের মতামত ব্যক্ত করার অধিকার রাখেন, তবে আমরা জনগণের ইচ্ছা ও অভিপ্রায়কে প্রাধন্য দিতে চাই, জনগণ যেভাবে চাইবে এবং যে দাবি জোরালো হবে, সরকার সেভাবেই কাজ করবে। মনে রাখতে হবে প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই একটি রোড ম্যাপ দিয়েছেন আমরা সেই ম্যাপ ধরেই এগিয়ে যাচ্ছি বলে যোগ করেন তিনি।
বাংলাদেশ কওমী ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সিরাত মাহফিলে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। কওমী ওলামা পরিষদের সভাপতি মাও: শরীয়ত উল্লাহর সভাপতিত্বে মাহফিলে রাঙ্গামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, আলহাজ্ব এডভোকেট মোখতার আহাম্মেদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের আলেম ওলামারা মঞ্চে উপস্থিত ছিলেন।