বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Single Top Banner

টেকনাফের গহিন পাহাড় থেকে নারী ও শিশুসহ ২৫ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে গহিন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মানব পাচারকারী আটক এবং পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা সূত্র ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া জুম্মা পাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় আটক রাখা হয়েছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়। এ সময় ২ জন মানবপাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। তারা উপকূল থেকে বোটে পাচারের ব্যবস্থা করত এবং আটককৃতদের উপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করার চেষ্টা করত।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত