ভালো মানের মেধাবী শিক্ষার্থী তৈরির মহৎ উদ্দেশ্যে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের কৃতি সন্তান ব্যারিস্টার নুরুল আজিমের পৃষ্ঠপোষকতায় তারই পিতা মাতার নামে হাজেরা – নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছেন।
প্রথমবারের মতো শুরু হতে যাওয়া এ বৃত্তি পরীক্ষায় এবার শুধুমাত্র ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
এ উপলক্ষে মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রস্তুুতি সভা অনুষ্টিত হয় ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কার্যালয়ে।
সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল-মাদ্রাসার প্রধান ও প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
এতে মেধাবৃত্তি পরিচালনা কমিটির পক্ষে আলোচনা করেন মো: জসিম উদ্দীন,নাজমুল হোসাইন সাজেদ,নুরুল ইসলাম, মো: আবদুল খালেক, মোহাম্মদ সানা উল্লাহ ও মঈন উদ্দিন।
উল্লেখ্য আগামী ২৭ ডিসেম্বর প্রথমবারের মত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।


