বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Single Top Banner

পটিয়ায় শ্যামা পূজায় বস্ত্র বিতরণ

পটিয়া প্রতিনিধিঃ

শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে পটিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন।

সোমবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মধ্যম হাইদগাঁও শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনায় বদিউল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎসজীবিলীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, আতিক হাসান, মধ্যমপাড়া শ্যামা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন, দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। কিন্তু উগ্রপন্থী কিছু ব্যক্তি দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। এদের থেকে সজাগ আহবান জানান। পরে তিনি শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত