নিউজ ডেক্স: আগামী ৩০’সেপ্টেম্বর’২০২০খ্রি: তারিখে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন খাঁন এর স্মরণ সভা !
আগামী ৩০শে সেপ্টেম্বর’২০২০খ্রি: তারিখে যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন খাঁন এর স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে গঠিত হয়েছে স্মরণ সভা উদযাপন কমিটি। গঠিত কমিটি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান চট্টগ্রাম ডিসিহিল, নন্দন কাননস্থ ফুলকি অভ্যন্তরে একেখান মিলনায়তনে বিকাল ০৩:০০ ঘঠিকায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত স্মরণ সভায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোসলেম উদ্দিন আহমদ প্রধান অতিথি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম.এ.জাফর, বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামছুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম.এন. ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস ইসলাম খাঁন ও মহসিন খাঁন এর সন্তান মোঃ মোহাইমিনুল ইসলাম খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
উক্ত স্মরণ সভায় সকল শুভানুধ্যায়ী’কে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন স্মরণ সভা উদযাপন কমিটি।


