বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Single Top Banner

স্কুল পর্যায়ে ক্রিকেটার তৈরিতে কাজ শুরু: আসিফ আকবর

আলমগীর মানিক, রাঙামাটি :

বাংলাদেশ বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের পরিচালক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আসিফ আকবর বলেছেন, “দেশের ক্রিকেটারদের কনজারভেটিভ মানসিকতা ও বিভিন্ন সমস্যা কাটাতে স্কুল পর্যায় থেকে ক্রিকেটার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “এই অঞ্চলে বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির ব্যাপক সম্ভাবনা থাকলেও অবকাঠামোগত সুবিধার অভাব রয়েছে। পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক প্রতিভা আছে—বিশেষ করে ফুটবলে এখানকার নারীরা দারুণ করছে। আমরা চাই, তারা যেন ক্রিকেটেও অংশ নেয়। সেই লক্ষ্যেই স্কুল পর্যায়ে ক্রিকেটার তৈরির কাজ শুরু করেছি। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো গড়ে তুলতে পারলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে।”

সভায় জেলার ক্রীড়া অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক ও কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর আবু শাদাৎ মো. সায়েম, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত