রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) কাপ্তাই ন্যাশনাল পার্কে উদ্ধার করা অজগরটি অবমুক্ত করা হয়েছে।
উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের পশ্চিম নতুন গ্রামে বাঘঘোনা মো. বেলালের বাড়িতে সাপটি দেখতে পেয়ে বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া বন বিভাগের বনকর্মকর্তা ও কর্মচারীরা সাপটি উদ্ধার করে।
বাঙ্গালহালিয়ার বন প্রহরী মোহাম্মদ হাসান বলেন, অজগর সাপ লোকালয়ে অবস্থানের বিষয়টি বন বিভাগকে এলাকাবাসী জানালে চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সহকারী বন সংরক্ষক শীতল পাল ও রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবিরের সহযোগীতায় কোদালা বিট কর্মকর্তা নবীন কুমার ধর, ইকো পার্কের ফরেস্টার মো. হাসিবুর রহমান, বাঙ্গালহালিয়া বিটকাম ষ্টেশনের বনপ্রহরী মো. হাসানের নেতৃত্বে শনিবার রাতে অজগর সাপটি উদ্ধার করে শেখ রাসেল এভিয়ারী পার্কে পর্যবেক্ষনে রাখা হয়। অজগর সাপটি সুস্থ্য থাকায় শনিবার কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেন বন বিভাগ।


