বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Single Top Banner

চট্টগ্রামে ১৬ আসনের ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা, ৬টিতে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে চট্টগ্রামের ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে জানানো হয়, বাকি ৬ আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

যদিও জামায়াতে ইসলামী আরও কয়েক মাস আগে চট্টগ্রামের ১৬টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। তবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে অন্যান্য দলগুলো।

যে ১০টি আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তারমধ্যে ৬টিতেই রয়েছেন নতুন মুখ। বাকি চারটির তিনটিতে আগে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন কিন্তু এমপি হতে পারেননি-এমন তিনজন রয়েছেন। একটিতে রয়েছেন হেভিওয়েট প্রার্থী। যিনি একাধিকবার এমপি হয়ে মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি হলেন-চট্টগ্রাম-১০ (খুলশী-ডবলমুরিং) আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

ঘোষিত ১০টি আসনের প্রার্থীরা হলেন-চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। ঘোষিত ১০টি আসনের মধ্যে ৬টিতে এসেছে নতুন মুখ। শুধু মাত্র চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৩ আসনে আছেন বিএনপির পুরনো মুখ।

এছাড়াও ছয়টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। আসনগুলো হলো- চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত