চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ‘কেয়ার’ প্রকল্পের আওতায় উচ্চ শিক্ষার জন্য নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী।
রবিবার (৩ আগস্ট) চুয়েট সিন্ডিকেট কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “নরওয়ের মতো উন্নত দেশে চুয়েট শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাওয়া গর্বের। এটি তাদের মেধা, পরিশ্রম ও চুয়েটের মানসম্মত শিক্ষার প্রতিফলন। আশা করি, তারা দেশের গৌরব হয়ে উঠবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন—মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মো. হুমায়ুন কবির, কেয়ার প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, মেকাট্রনিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।
চলমান কেয়ার প্রকল্পের আওতায় এখন পর্যন্ত মোট ২৬ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য নরওয়ে গেছেন। এবারের দলটি থেকে ৫ জন যাচ্ছেন ৫ মাস মেয়াদি মাস্টার্স কোর্সে এবং ৩ জন ২ বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে অংশ নেবেন।


