বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Single Top Banner

চাকসু নির্বাচনের দাবিতে চবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৩৬ বছর ধরে অকার্যকর থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা নানা স্লোগানে মুখরিত করে তোলে প্রশাসনিক ভবন চত্বর।

মানববন্ধনে তারা বলেন, “হয় মোদের চাকসু দে, নইলে গদি ছাইড়া দে”, “ডাকসু হলো, রাকসু হলো, চাকসু কেনো থেমে গেল?”, “চাকসু মোদের অধিকার—রুখে দেওয়ার সাধ্য কার?”, “প্রহসনের প্রশাসন মানি না, মানবো না”—এই স্লোগানগুলো তাদের ক্ষোভ ও বঞ্চনার বহিঃপ্রকাশ।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, “যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়েছে, সেখানে চবি প্রশাসন সম্পূর্ণ নীরব। এতদিন আমরা রোডম্যাপ চেয়েছিলাম, এখন চাই সরাসরি তফসিল। ১ আগস্ট সিন্ডিকেট সভা—সেই সভার পরপরই যদি তফসিল ঘোষণা না হয়, তাহলে পুরো ক্যাম্পাসে গণজোয়ার সৃষ্টি হবে। তখন প্রশাসনিক ভবনে বসার ক্ষমতা থাকবে না—গদি ধরে টান দেওয়া হবে।”

আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, “জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে আমাদের দুই ভাই শহীদ হয়েছেন। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রথম পদক্ষেপ হওয়া উচিত চাকসু নির্বাচন। অথচ এখনো তার কোনো অগ্রগতি নেই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “১ আগস্ট সিন্ডিকেট সভা রয়েছে। সেখানে চাকসুর নীতিমালা চূড়ান্ত হলে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন।”

শিক্ষার্থীরা জানান, চাকসু কেবল একটি নির্বাচন নয়—এটি তাদের অধিকার ও প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার মাধ্যম। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর সময়ক্ষেপণ চলবে না—এবার সময়মতো তফসিল ঘোষণা না হলে আন্দোলন ছড়িয়ে পড়বে পুরো বিশ্ববিদ্যালয়ে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত