চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার, ৪ আগস্ট ২০২৫ ইং তারিখ বিকাল ৩টায় সমিতির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্রদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক ও সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ ফরিদ উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম রয়েল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী এবং দপ্তর সম্পাদক মামুনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ গোলাম নবী, আলহাজ্ব মোঃ মহি উদ্দিন, আলহাজ্ব এস.এস.এস বাহাদুর, আলহাজ্ব মোঃ ইশতেহাদ হোসেন রাজিব, আলহাজ্ব ইমরানুল হক সাইয়েদ, মোঃ বাকের উল্যাহ, মোঃ. হারুনুর রশিদ, মোঃ ইব্রাহিম পারভেজ, মো. মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ মোঃ তাজুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, মোঃ জাবেদ, আলহাজ্ব আবু ছালেক প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাঁরা বলেন, ব্যবসায়ী সমাজ শুধু ব্যবসা নয়, সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান তার উজ্জ্বল উদাহরণ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পরিবেশিত হয় মিষ্টান্ন ও শিক্ষাসামগ্রী। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে হৃদয়গ্রাহী এক আয়োজন।
টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমিতি আশাবাদ ব্যক্ত করে, এই উদ্যোগ মেধাবী প্রজন্মকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে।


