বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মরহুম অধ্যাপক মাওলানা আবুল কালাম (রহ.) ও শাহ সূফী মাওলানা শামসুউদ্দিন (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করে ইক্বরা ইসলামী সোসাইটি পশ্চিম পদুয়া মালিপাড়া লোহাগাড়া।
সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা জামায়াতের নবনিযুক্ত সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান। প্রধান বক্তা ছিলেন মাওলানা আ.ক.ম হামিদুল হক, আমীর পদুয়া ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হক, নায়েবে আমীর পদুয়া ইউনিয়ন শাখা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “মরহুম দুইজন আলেম দ্বীনের জন্য কাজ করে গেছেন। আমরা মহান আল্লাহর কাছে তাদের গুনাহ মাফ ও জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করি।”
অনুষ্ঠানে প্রয়াতদের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।