বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
নতুন এ অ্যাডহক কার্যনির্বাহী কমিটি ২৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করবে। কমিটিতে সর্বমোট ১১ জন সদস্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় নিবেদিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। দুর্যোগ, বিপর্যয় বা মানবিক সংকটের সময়ে রেড ক্রিসেন্টের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়। চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “মানবিক সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে রেড ক্রিসেন্টের সদস্যরা সবসময় সমাজের বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও যেন এই ঐতিহ্য বজায় রেখে তারা চট্টগ্রামবাসীর সেবায় কাজ করে যেতে পারেন, এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের সহযোগিতা করবে।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- কমিটির ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ইউছুফ, সেক্রেটারি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসীন, সদস্য ডা. তাসলিম চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী ও অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেল প্রমুখ।