রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Single Top Banner

মিরসরাইয়ে বিএনপি নেতা-কর্মীদের সাথে শাহীদুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ১৬নং সাহেরখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন,“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে এবং ধানের শীষ প্রতীকের প্রচারণা জোরদার করতে আমরা নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছি। নিরাপদ মিরসরাই গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন,“আমি আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। গত ১৭ বছরে যারা মাঠে থেকে নেতৃত্বের ভূমিকা রেখেছেন, তাদের মধ্য থেকেই অনেকে মনোনয়নের যোগ্যতা অর্জন করেছেন। আমি ফ্যাসিবাদের দুঃশাসনের সময়ও দলের দায়িত্ব পালন করেছি। তাই দল যাকে ধানের শীষ প্রতীক দেবে, তাকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আজ থেকেই আমি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করছি।”

সভায় সভাপতিত্ব করেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম জাহিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু নোমান ভূঁইয়া, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়েজিদ আলম চৌধুরী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক লিটু চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, যুগ্ম সম্পাদক এস এম হারুন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ও আজমল হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সওদাগর, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মামুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মেজবাউল আলম পারভেজ, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার ওসমান গনি, সাহেরখালী বিএনপি নেতা শহীদুল আলম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর, জাসাস মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী বাপ্পি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর উদ্দিন, জাসাস সাহেরখালী ইউনিয়নের সভাপতি নোমান হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুন্না, সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত খান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ দিনাস, বাবু, সোলেমান, ইকবাল হোসেন ইমন, জোবায়ের হোসেন মুন্না, মিনহাজ উদ্দিন, সাজ্জাদ হোসেন হৃদয়, স্বাধীন সাহেদ, মহিন উদ্দিন, সৌরভ, ফয়সাল প্রমুখ।

সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত