চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) ইন্তেকাল করেছেন। শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
সরওয়ার উদ্দিন আহমেদ ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য। এছাড়া তিনি রাউজান প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের আলেপ খান সওদাগর বাড়িতে তার জন্ম।
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
দীর্ঘ ৫৫ বছরের কর্মজীবনে সরওয়ার উদ্দিন আহমেদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী ও দক্ষ প্রশাসক।
তিনি একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে দি ডেইলি করোনিকল, দি ইউনিটি, ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ ও দি নিউ নেশন পত্রিকায় ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ডেইলি পিপলস ভিউ, দি ইকোনোমিক্স টাইমস এবং দি ডেইলি কমার্শিয়াল টাইমস পত্রিকায় নিউজ এডিটর হিসেবেও কর্মরত ছিলেন।
চট্টগ্রাম সাংবাদিক সমাজ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিকর।