রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Single Top Banner

আলকরন ওয়ার্ডে লিফলেট বিতরণ 

বিএন‌পির ৩১ দফা কর্মসূ‌চি জাতির মু‌ক্তির সনদ : আবুল হাশেম বক্কর

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি রাষ্ট্র মেরামতে যে ৩১ দফা দিয়েছে, সেগুলোই আসল সংস্কার। যেকোনো সংস্কার রাজনৈতিক অ্যাজেন্ডা। সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। জাতীয় সংসদে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সংস্কার তথা আইন প্রণয়ন হয়। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলেই রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপিই দেশের সংস্কার করবে। রাষ্ট্র পুনর্গঠনে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই হতে পারে একমাত্র পথ। বিএন‌পির ৩১ দফা কর্মসূ‌চি জাতির মু‌ক্তির সনদ।

তিনি সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর তিন পো‌লের মাথা এলাকায় আলকরন ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর তিন পো‌লের মাথা গোলাম রসুল মা‌র্কে‌টের সাম‌নে থে‌কে শুরু করে আমতলা, নিউ মার্কেট মোড়, স্টেশান রোড়, নতুন স্টেশন, রেয়াজ উ‌দ্দিন বাজার কাপড় গ‌লি, কাচা বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।

তিনি বলেন, এই ৩১ দফার লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, কথা বলার অধিকার এবং নাগরিকদের ভোটাধিকার থাকবে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সবার অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি তৃণমূলে ছড়িয়ে দিয়েছিলেন, সেই ধারারই ধারক দেশনায়ক তারেক রহমান। শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা যে ৩১ দফা নিয়ে এগোচ্ছি তা একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক নেতা শাহ আলম, আবদুল বা‌তেন, শ‌ফিক আহ‌মেদ, সালাউ‌দ্দিন লাতু, র‌ফিক আহমদ, এনা‌য়েত বাজার ওয়ার্ড বিএন‌পির আহবায়ক আ‌লি আব্বাস খান, সদস‌্য স‌চিব আলমগীর আ‌লি, বিএন‌পি নেতা হাজী আবু ফ‌য়েজ, জ‌সিম মিয়া, আ‌নোয়ার হো‌সেন, আবদুল শুক্কুর, আবুল কালাম, মনজুর রাজ, মুছা আলম, এনা‌য়েত হোসেন, জ‌সিম উদ্দিন, সে‌লিম উ‌দ্দিন, আকতার হো‌সেন, নিজাম উ‌দ্দিন, মনির হো‌সেন, মো. ফ‌রিদ, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ মো. সে‌লিম খান, আলী মর্তুজা খাঁন, মো. হাসান, আ‌মিন উল্লাহ, শম‌সের আলী, দুলাল সওদাগর, আকরাম হো‌সেন, শেখ সে‌লিম, মো. ই‌দ্রিস, মাঈনউ‌দ্দিন রা‌জিব, আবু সা‌লেহ আ‌বিদ, রা‌সেদ পা‌টোয়ারী, মো.আলী, সাইদুল ইসলাম ফয়সাল, মো. আ‌রিফ প্রমূখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত