৫২তম গ্রীষ্মকালীন আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি ইভেন্টে মিরসরাই মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে খেলোয়াড় ও স্কুলের শিক্ষকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার দলটিকে অভ্যর্থনা জানান।
অভ্যর্থনা অনুষ্ঠানে ইউএনও সোমাইয়া আক্তার আগামী নির্বাচনের পর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি বৃহৎ ও সফল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে জেলা পর্যায়ের যে কোনো ইভেন্টে যদি মারুফ মডেল উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছায়, তবে তিনি স্বশরীরে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন এবং শিক্ষার্থীদের উৎসাহ দেবেন।
এ সময় স্কুলটির প্রধান শিক্ষক নাজিম উদ্দীন সহ অন্যান্য শিক্ষক ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।