বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, লোহাগাড়া পদুয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতিভোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে যুবকদেরই এগিয়ে আসতে হবে। যুবকদের নেতৃত্বেই ৩৬শে জুলাই আন্দোলনের চূড়ান্ত বিজয় এসেছে। তাদের ত্যাগ ও সংগ্রামের কারণেই এ পরিবর্তন সম্ভব হয়েছে। আমরা তরুণদের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, সমাজ গঠনের জন্য তরুণদের মধ্যে দুইটি গুণ থাকা জরুরি— গভীর দেশপ্রেম ও আল্লাহভীতি। এ দুই গুণ ধারণ করতে পারলে তারা যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয়ের মতো অবিচল থাকবে।
চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পদুয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের যুবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ইনশাআল্লাহ, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে পদুয়া ইউনিয়নের যুব সমাজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক জালাল আহমদ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আ. ক. ম. হামিদুল হক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন শাখা; মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন শাখা; মাওলানা জিয়াউল হক জিয়া, সভাপতি, যুব বিভাগ পদুয়া ইউনিয়ন শাখা; এবং মাওলানা জাকারিয়া, সেক্রেটারি, যুব বিভাগ পদুয়া ইউনিয়ন শাখা।
এছাড়া উপস্থিত ছিলেন প্রবাসী দায়িত্বশীল জনাব আবুল কাশেম, ইসলামী আলোচক মাওলানা শরীত উল্লাহ জিহাদীসহ পদুয়া ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলগণ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা তৈয়ব হোসাইন, সভাপতি, পেশাজীবী ফোরাম পদুয়া ইউনিয়ন শাখা। সভাপতিত্ব করেন জনাব আবু রিদওয়ান, সভাপতি, যুব বিভাগ পদুয়া ৪নং ওয়ার্ড।


