বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Single Top Banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২৩৮ প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৮ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে।

দলীয় সূত্র জানায়, বাকি আসনগুলোতে মনোনয়নপ্রাপ্তদের নাম ধাপে ধাপে প্রকাশ করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত