বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Single Top Banner

চট্টগ্রামের ১৬ আসনের বিএনপির প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম ঘোষণা করেন।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এসব আসনে পরে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়।

ঘোষিত বিএনপির প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাদগাঁও) এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ : (কোতোয়ালী) আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) সরোয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত