‘কৃষি বাঁচাও, দেশ বাঁচাও — কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এই স্লোগানকে সামনে রেখে সাতকানিয়া উপজেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা সদরে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ২৫ খানে আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন মঞ্জুরুল আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাষ্টার এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মুহাম্মদ ইউনুস, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের জেলা সেক্রেটারি দিদারুল ইসলাম, কামাল উদ্দিন, মোহাম্মদ রাসেদ, আবদুল হামিদ, মোহাম্মদ ফোরকান ও হাফেজ বোরহান উদ্দিন।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে কৃষক ও শ্রমিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষির উন্নতি ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়। তাই কৃষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে শ্রমিকবান্ধব সরকার গঠনের জন্য শ্রমজীবী ও কৃষিজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা দেশপ্রেমিক ও শ্রমিকবান্ধব প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।


