বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Single Top Banner

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান

মিরসরাই প্রতিনিধি :

 

বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিক্রিয়া

নুরুল আলম, মিরসরাইঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে নুরুল আমিন চেয়ারম্যান এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুল আমিন চেয়ারম্যান ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মিরসরাইয়ের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক জনসাধারণ কে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ মনোনয়ন শুধু আমার নয়, মিরসরাইয়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সম্মান ও বিশ্বাসের প্রতিফলন।”

তিনি আরো বলেন, “আমরা আন্দোলনের মাঠে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, নির্বাচনের মাঠেও একইভাবে ঐক্যবদ্ধ থাকব। বিএনপির বিজয়ই হবে গণতন্ত্র ও জনগণের মুক্তির বিজয়।”

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের মিছিল, মিষ্টি বিতরণ কিংবা উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য নির্বাচন। শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখাই হবে আমাদের প্রথম অঙ্গীকার।”

দীর্ঘ রাজনৈতিক জীবনে নুরুল আমিন চেয়ারম্যান বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনের মাঠে একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। তিনি সবসময় অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে থেকেছেন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আওয়ামী শাসনামলে শত শত দলীয় নেতাকর্মীকে আইনি ও আর্থিক সহায়তা দিয়ে মুক্ত করতে ভূমিকা রাখেন তিনি।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিয়ে মাত্র এক ঘণ্টার ভোটে বিপুল জনসমর্থন অর্জন করেছিলেন নুরুল আমিন চেয়ারম্যান।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, ত্যাগ ও সাহসিকতার কারণে মিরসরাইয়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে তিনি একজন নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে বিবেচিত। এবারও ধানের শীষের প্রতীকে তার প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

নুরুল আমিন চেয়ারম্যান কে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

তিনি লিখেন, ” অভিনন্দন চট্টগ্রাম -১ মিরসরাই আসনে বি এন পি মনোনীত প্রার্থী জনাব নুরুল আমীন চেয়ারম্যান। আশাকরি অতীতের মত সৌহার্দপূর্ণ পরিবেশে দুই ভাই মীরসরাই বাসীর কল্যাণে এক সাথে কাজ করবো। জনগনকে অন্তত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করবো।

জনগনের রায় কে আল্লাহর উপর ভরসা মেনে নিবো
আজকের দিনে এ হউক জনগনের জন্য দুই ভাইয়ের প্রতিশ্রুতি”।

ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মিরসরাই আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী।

তিনি বলেন, আমি আমার সংগঠন এবং দলের পক্ষ থেকে বিএনপি থেকে সাংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান কে অভিনন্দন জানাই। আমি আশা করি মিরসরাইয়ের উন্নয়নের জন্য আমারা রাজনীতি করি। নির্বাচন হলো জনগণের অধিকার রক্ষার জিম্মাদারি। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সে সংসদে যাবে। আমরা সকল প্রার্থী সৌহার্দ্যপুর্ণ পরিবেশ তৈরি করে ভোটাধিকার নিশ্চিত করে জয় পরাজয় হাসিমুখে মেনে নিবো। কোন অবস্থায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বা মানুষের মনে ভয়ের কারণ হয় এমন কিছু করবোনা।

বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জাফরুল্লাহ। জানতে চাইলে তিনি বলেন, নুরুল আমিন চেয়ারম্যান বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি সব দলের অংশগ্রহণে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী মানুষ নির্ভয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। আমি নুরুল আমিন চেয়ারম্যান কে অনুরোধ করবো ভোট জনগণের আমানত। আমরা তাদের জিম্মাদার হিসেবে সুন্দর পরিবেশে উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরি করবো। কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক, বিদ্বেষমূলক মানহানিকর কর্মকান্ড যেন না ঘটে সজাগ থাকবো।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত