বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Single Top Banner

খেলার মাঠে যেন খেলাই থাকে

হাটহাজারী পার্বতী স্কুল মাঠে মাসব্যাপী মেলা বন্ধের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৩ আগস্ট থেকে নির্ধারিত মাসব্যাপী বাণিজ্যিক মেলা বন্ধের জোর দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠন। এ দাবিকে সামনে রেখে ‘মেলা বন্ধে করণীয়’ শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয় হাটহাজারী জাগৃতি কার্যালয়ে।

সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুর শুক্কুর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য মানবাধিকারকর্মী আছলাম মোর্শেদ।

বক্তব্য রাখেন- উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক খোরশেদ আলম শিমুল, জাগৃতির সভাপতি মো. ওসমান, হাটহাজারী খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী, জাগৃতির সম্পাদক সোহেল রানা, সাংবাদিক আবু তালেবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি হাটহাজারী উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠ। যুগ যুগ ধরে এই মাঠে স্কুল, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের নানা খেলাধুলার আয়োজন হয়ে থাকে। তারা আশঙ্কা প্রকাশ করেন, মেলা বসানো হলে মাঠের স্বাভাবিক গঠন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্টল ও মঞ্চ নির্মাণ, খুঁটি বসানো, ভারী যানবাহনের চলাচল ইত্যাদি মাঠের ঘাস ও মাটিকে নষ্ট করে দেবে। এতে ক্রীড়াচর্চা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ বিনোদনের মাধ্যমও হারিয়ে যাবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সদস্য সচিব জসীমউদ্দীন বাবুল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি আলী আজম, ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর মান্নান দৌলত, আলী আকবর জিন্নাহ, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম তালুকদার, কামালপাড়া যুব সংঘের সভাপতি মো. ওসমান ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুজন, কাজী ফোরকান, জিয়াউদ্দিন মিজান, মোহাম্মদ রায়হান, সাইমুনসহ অনেকে।

বক্তারা বলেন, খেলাধুলার মাঠগুলো শুধু খেলাধুলাই সীমাবদ্ধ থাকা উচিত। বাণিজ্যিক মেলা কিংবা অন্যান্য অপ্রাসঙ্গিক অনুষ্ঠানের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হোক। এতে করে মাঠের পরিবেশ ও তার ঐতিহাসিক গুরুত্ব রক্ষা পাবে।

সভা থেকে জানানো হয়, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।

উল্লেখ্য, ‘বাংলাদেশ বেনারসি মুসলিম অ্যান্ড জামদানি সোসাইটি’ নামে একটি স্বঘোষিত প্রতিষ্ঠান জেলা প্রশাসকের অনুমোদনের দাবি তুলে পার্বতী স্কুল মাঠে মেলার জন্য ডেকোরেশনের কাজ শুরু করলে, তা ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এতে করে সমগ্র হাটহাজারীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাঠ রক্ষায় একত্রিত হয়ে মেলার আয়োজন স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত