রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Single Top Banner

চা পান করে বেহুশ পাত্র, মোবাইল ও মানিব্যাগ নিয়ে উধাও ‘পাত্রী’

নিজস্ব প্রতিবেদক

পাত্রীর সঙ্গে মুখোমুখি আলাপ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক যুবক। দেখা হয় একটি হোটেলে। কিছুক্ষণ আলাপের পর পাত্রী তাকে চা দেন। সেই চা পান করেই জ্ঞান হারান পাত্র। জ্ঞান ফিরতেই দেখেন, মানিব্যাগ এবং মোবাইল ফোন উধাও।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে ঘটেছে এ ঘটনা। ভুক্তভোগী পাত্র সুদীপ বসু পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত নারী জিয়া সিংহকে গ্রেফতার করে। এ ঘটনায় চুরি যাওয়া মোবাইল কেনার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও একজন বাংলাদেশি যুবক।

সুদীপের দাবি, ঘটকালির একটি ওয়েবসাইটের মাধ্যমে জিয়ার সঙ্গে তার পরিচয় হয়। ১ জুলাই তারা নিউ ব্যারাকপুরের একটি হোটেলে সাক্ষাৎ করেন। সেখানেই চা পান করান জিয়া। চা খাওয়ার পর অচেতন হয়ে পড়েন সুদীপ। পরে জ্ঞান ফেরার পর দেখেন তার ব্যক্তিগত জিনিসপত্র নেই। জিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

পরবর্তীতে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্তে নামে এবং জিয়াকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সুদীপের মোবাইল ফোন বিক্রি করেছেন বাংলাদেশের এক যুবকের কাছে। সেই সূত্র ধরে রাজশাহীর বাসিন্দা ৪০ বছর বয়সী মহামদ্দুল হাসানকে দমদম এলাকা থেকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।

পুলিশ জানায়, মহামদ্দুল চুরি করা মোবাইল ফোন পাচারের সঙ্গে জড়িত। ৩০ জুলাই দমদম স্টেশন থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, জিয়ার কাছ থেকে পুরনো জিনিসপত্র কেনাবেচার একটি ওয়েবসাইটের মাধ্যমে মোট ১০টি মোবাইল ফোন কিনেছিলেন এবং সেগুলো বাংলাদেশে বিক্রি করেছেন।

তদন্তকারীরা জানায়, ওই বাংলাদেশি বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে ঢুকে বিভিন্ন হোটেলে অবস্থান করেছেন। পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেলে তিনি বেশ কিছুদিন ছিলেন বলেও জানা গেছে। তার কাছে বৈধ কাগজপত্র আছে কিনা এবং এ চক্রে আরও কেউ জড়িত আছে কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, পশ্চিমবঙ্গ পুলিশ

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত