সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে সরাসরি নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ২ হাজার ৩৮২টি শূন্য পদে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এ চাহিদাপত্র পাঠানো হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে মোট অনুমোদিত প্রধান শিক্ষকের পদ ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে বর্তমানে ৩১ হাজার ৩৯৬টি পদে প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন এবং ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগের জন্য উপযুক্ত বলে চিহ্নিত হয়েছে। আইন অনুযায়ী ১০ শতাংশ পদ সংরক্ষিত রেখে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
গত ১৪ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূস দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় দ্রুততম সময়ে নিয়োগের প্রক্রিয়া শুরু করে এবং পিএসসিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। পিএসসি শিগগিরই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত মামলা নিষ্পত্তি হলে অতিরিক্ত ৩১ হাজার ৪৫৯টি পদে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই নিয়োগ সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে জনবল সংকট অনেকাংশে দূর হবে এবং শিক্ষার গুণগত মান উন্নত হবে।