মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Single Top Banner

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু পটিয়ায়

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া ডিলার আহমেদ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম (২৪) এবং ৪ নম্বর ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের ছেলে মো. তারেক (২০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে নাজিম সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার খোঁজে তারেকও ট্যাংকে নামলে তিনিও নিখোঁজ হন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে।

পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে সেগুলো পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত