চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভায় চট্টগ্রাম জেলার বিগত মাসের সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। আলোচনাকালে অবৈধ অস্ত্র উদ্ধার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন, অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় এবং চোরাচালান দমনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক ফরিদা খানম সভায় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখা এবং মানহীন ও অবৈধ হাসপাতাল-চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেন। এছাড়া সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য ধর্মীয় ও সরকারি অনুষ্ঠানগুলোতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা।