রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Single Top Banner

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে ৪ হাজার এএসআই পদ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো ২ হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে সর্বনিম্ন এইচএসসি পাস।

বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি বলেন, “চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক পদোন্নতি, অর্ধেক সরাসরি নিয়োগ। এজন্য বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি করে দিয়েছে। এতে নিয়োগের পথ সুগম হলো।”

তিনি আরও জানান, এই নিয়োগ নির্বাচনকে সামনে রেখে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা সম্প্রতি বেশ কিছু ফোর্সে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। তারই ধারাবাহিকতায় এএসআই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান বলেন, সরকার আগামী নির্বাচনকে রোল মডেল হিসেবে করতে চায়। মাঠ প্রশাসনকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে এসব পদ সৃজন করা হয়েছে। কিছু বিধিমালা সংশোধন করায় এখন নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যাবে।

তিনি আরও বলেন, “নির্বাচনের মাঠে প্রথম বাহিনী হিসেবে পুলিশ থাকে, আনসারও থাকে। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেন বাহিনী প্রস্তুত হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত