মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে ঘটেছে এক অভিনব ঘটনা। স্ত্রী পরকীয়ায় অন্যত্র চলে যাওয়ার পর স্বামী কামাল হোসেন অভিমানে নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন। তবে সাধারণভাবে নয়, হেলিকপ্টারে চড়ে নতুন কনেকে বাড়িতে নিয়ে আসেন তিনি। শুক্রবার বিকেলে হেলিকপ্টারে বর-কনের আগমন দেখতে গ্রামজুড়ে ভিড় জমে যায়।
স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে কাঠাদিয়া গ্রামের বাসিন্দা সার্ভেয়ার কামাল হোসেনের সঙ্গে সাথী আক্তারের বিয়ে হয়। সংসারে দুই কন্যা সন্তানের জন্ম হয়। পরিবারে অভাব-অনটন ছিল না, ভালোভাবেই কাটছিলো তাদের দাম্পত্য জীবন। কিন্তু হঠাৎই ঘটে যায় অঘটন। গত ১০ আগস্ট দুই শিশু সন্তান স্বামীর কাছে রেখে সাথী আক্তার পালিয়ে যান সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার এক বিবাহিত যুবকের সঙ্গে। পরে কামাল জানতে পারেন, তার স্ত্রী তাকে তালাক দিয়েছেন।
স্ত্রীর এ আচরণে ক্ষোভে-অভিমানে ভেঙে পড়েন কামাল। তিনি বলেন, দেশে পুরুষ নির্যাতন নিয়ে কেউ ভাবে না, বিচার তো দূরের কথা। সংসার টিকিয়ে রাখতে সবকিছু করার পরও স্ত্রী হঠাৎ পালিয়ে গিয়ে সংসার ভেঙে দেয়। এতে হতাশ হলেও নতুন জীবনের সিদ্ধান্ত নেন তিনি। তার নতুন স্ত্রীর পরিবার সবকিছু জেনে-শুনেই বিয়েতে রাজি হয় এবং সন্তানসহ তার পরিবারকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয়। তাই নতুন জীবনের পথে পা বাড়ানোর জন্য এবং এলাকাবাসীর কাছে চমক দেওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টার ভাড়া করেন কামাল।
শুক্রবার দুপুরে ছোট মেয়েকে কোলে নিয়ে বরের সাজে হেলিকপ্টারে চড়ে তিনি রওনা হন নববধূর বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে বিয়ে সম্পন্ন করে বিকেলে নতুন স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে ফেরেন। আকাশপথে বর-কনের আগমন দেখতে এলাকাবাসী দলে দলে ভিড় জমায়। শিশু থেকে বৃদ্ধ—সবার মধ্যে উৎসুক দৃষ্টি, হৈচৈ আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে অভিমানী স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এতে সামাজিক মূল্যবোধের ভাঙনও প্রতিফলিত হয়েছে। তবে যেভাবেই হোক না কেন, গ্রামীণ এলাকায় হেলিকপ্টারে বিয়ের ঘটনা বিরল হওয়ায় এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
টঙ্গীবাড়ি ডিএসবির এসআই মনোরঞ্জন জানান, বিয়ের অনুষ্ঠানস্থলে শান্তিপূর্ণভাবেই হেলিকপ্টার অবতরণ করেছে। বিয়ে দেখতে স্থানীয়রা ভিড় জমালেও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
এমন অপ্রত্যাশিত ঘটনায় গ্রামজুড়ে দিনভর আলোচনার ঝড় বয়ে যায়। স্ত্রীর পরকীয়ার কারণে সংসার ভেঙে যাওয়ার পর অভিমানে হেলিকপ্টারে দ্বিতীয় বিয়ে করে নতুন জীবন শুরু করলেন কামাল হোসেন। এখন তিনি সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন।