রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Single Top Banner

চট্টগ্রাম-১১ আসনে জনগণের আস্থা অর্জনে ছাত্র-শ্রমিকদের সম্পৃক্ততা জরুরি : মুহাম্মদ উল্লাহ 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ত ও সংগঠিত কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। ছাত্র-শ্রমিক সমাজকে সচেতন করে ভোটাধিকার প্রয়োগ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী রাজনীতিকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে।

তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সদরঘাট থানাধীন ছাত্র ও শ্রমিক প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সদরঘাট থানা জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল গফুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১১ আসনের সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও জননেতা শফিউল আলম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকার আদায়ের সংগ্রামে জামায়াত সব সময় পাশে ছিল, আছে এবং থাকবে। আসন্ন নির্বাচনে জনগণ ইসলামী নেতৃত্বের বিকল্প ভাববে না।

সভায় আরও বক্তব্য রাখেন সদরঘাট থানার নায়েবে আমীর ডা. আবদুল মতিন তালুকদার, সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, শেখ মুহাম্মদ জসিম উদ্দিন, ২৯নং ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহীম, ৩০নং ওয়ার্ড আমীর হারুনুর রশিদ দিদার, শ্রমিক কল্যাণ সেক্রেটারি আবসার হোসেন ভূঁইয়া, ২৮নং দক্ষিণের সভাপতি মোঃ ওমর ফারুক প্রমুখ।

ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদরঘাট থানার সভাপতি ইফতেখার হোসেন নিরাদ, সেক্রেটারি সাইফুল্লা মনসুর, সরকারি সিটি কলেজের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বেসরকারি কলেজ সভাপতি জুনায়েদ, কলেজিয়েট সভাপতি আজোয়ার আবরার, ২৯নং ওয়ার্ড সভাপতি তানভীর আহমেদসহ অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে জনসম্পৃক্ততার মাধ্যমে ইসলামী নেতৃত্বকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত