চট্টগ্রামের জয়দ্বীপ দাশ হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করেছে আদালত। এর আগে থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পৃথকভাবে তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলেও আদালত তা ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেছেন। গত ১০ সেপ্টেম্বর আদালত মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
২০২১ সালের ৩০ নভেম্বর রাতে নগরের নূপুর মার্কেটের সামনে জয়দ্বীপ দাশ খুন হন। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি নিহতের মা জয়শ্রী পাল আদালতে মামলা দায়ের করেন। মামলায় সহিদুল ও অনিরুদ্ধ বড়ুয়াকে আসামি করা হয়।
মামলার তদন্তে একাধিক অনিয়ম ও গাফিলতির অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ না করা, মোটরসাইকেল জব্দ না করা এবং আসামিদের তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ না করায় প্রথম তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল লতিফকে আদালত ভর্ৎসনা করেন। দ্বিতীয় দফায় পিবিআইও ত্রুটিপূর্ণ প্রতিবেদন দিলে আদালত ক্ষোভ প্রকাশ করেন।
বাদী জয়শ্রী পাল অভিযোগ করেন, আসামিদের পক্ষ নিয়ে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে এবং পুলিশ ঘটনাটি আড়াল করতে চেয়েছে। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে জয়দ্বীপকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে, সিআইডির বর্তমান তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোশাররফ হোসেন বলেন, এখন পর্যন্ত এটি মোটরসাইকেল দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে ট্রাকের ধাক্কার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভিডিও ফুটেজ ও আলামত বিশ্লেষণে এটি দুর্ঘটনা মনে হওয়ার কোনো কারণ নেই। ভিকটিমের শরীরের আঘাত, রক্তাক্ত অবস্থা এবং অক্ষত মোটরসাইকেল রহস্যের জন্ম দিচ্ছে। আদালত মনে করেন, আসামিদের প্রত্যক্ষদর্শী হিসেবে জিজ্ঞাসাবাদ জরুরি ছিল।