মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Single Top Banner

পতিত স্বৈরাচারকে ফেরানোর সুযোগ দেওয়া হবে না : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “পতিত স্বৈরাচারকে ফেরানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। যারা স্বৈরাচারী হাসিনার ভাষায় কথা বলবে কিংবা তাকে ফেরানোর চেষ্টা করবে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।”

তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলতে হবে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ার উল আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, এওচিয়া জামায়াতের সহ-সভাপতি মাওলানা জাকারিয়া, মো. জাকারিয়া, সাবেক সভাপতি ডা. জাফর উল্লাহ, শ্রমিক নেতা আরিফুল ইসলাম ও ছাত্রশিবির এওচিয়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান। সম্মেলন পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ফারুক হোসাইন।

এছাড়া একই দিন মাগরিবের পর পশ্চিম ঢেমশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উত্তর রামপুর শহীদ আনোয়ার হোসেন একাডেমিতে সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে শাহজাহান চৌধুরী ছাড়াও উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবসায়ী নেতা মো. আলমগীর কবির ও ইউনিয়ন সভাপতি ওমর ফারুক বক্তব্য রাখেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত