রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Single Top Banner

চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী নিয়ে প্রথম আলোতে প্রকাশিত মনগড়া  সংবাদের প্রতিবাদ জামায়াতের 

নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় “নির্বাচনে প্রার্থী চূড়ান্ত, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু জামায়াতের, আলোচনায় কারা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “চট্টগ্রাম-১৫ আসন নিয়েও অসন্তোষ দেখা গেছে। সেখানে জামায়াত শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রচার সম্পাদক এড. আবু নাছের-এর সই করা প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন, পত্রিকায় প্রকাশিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, ভুল ও বিভ্রান্তিকর।

চট্টগ্রাম-১৫ আসনকে ঘিরে জামায়াতে ইসলামী বা দলের কোনো কর্মী-সমর্থকের মধ্যে কোনো ধরনের অসন্তোষ নেই। বরং ঐ আসনে দলের নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীরা একতা, শৃঙ্খলা ও আন্তরিক সহযোগিতার মনোভাবে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছেন।

তারা আরও বলেন, দলের দায়িত্বশীল ব্যক্তি ও কর্মীরা দিন-রাত পরিশ্রম করে ভোটারদের সঙ্গে যোগাযোগ, কেন্দ্রভিত্তিক সংগঠন মজবুতকরণ, নির্বাচনী প্রচারণার প্রস্তুতি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার কাজে নিয়োজিত আছেন।

চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামী বর্তমানে একটি সংগঠিত, ঐক্যবদ্ধ ও উদ্দীপনাময় পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে, যেখানে কোনো অসন্তোষ বা বিভাজনের সুযোগ নেই।

নেতৃবৃন্দ বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতি ও বস্তুনিষ্ঠতার পরিপন্থী। ভবিষ্যতে এমন সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া হলে পাঠকের কাছে আরও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা সম্ভব হবে।

অতএব, উক্ত প্রতিবেদনের বিভ্রান্তিকর অংশটি প্রত্যাহার ও সংশোধনসহ এই প্রতিবাদলিপিটি যথাযথভাবে প্রকাশের জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত