শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

চট্টগ্রামে লরির ধাক্কায় উল্টে যাওয়া ট্রেন ২৪ ঘন্টাপর  উদ্ধার, স্বাভাবিক ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক :

অবশেষে দীর্ঘ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় লরির ধাক্কায় উল্টে যাওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার। আজ বুধবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষ। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা জানান,“দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও কনটেইনার পুরোপুরি কাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজে কিছুটা সময় লেগেছে। আজ ভোরে উদ্ধার কাজ শেষ হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

এর আগে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দু’জন আহত হন।

নিহত ব্যক্তি শামসুল হাই (৬০), তিনি পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা এবং ওই এলাকায় দোকানগুলোর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার আলমগীর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, নগরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে মালবাহী ট্রেনটি ভোর ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লরি রেললাইনে উঠে পড়ে এবং সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর ট্রেনের বাকি বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে নিয়ে আসা হয়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর বুধবার ভোরে রেললাইন পুনরায় সচল করা সম্ভব হয়। বর্তমানে চট্টগ্রাম-ঢাকা রুটে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত