শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

ঈদগাঁওয়ে অস্ত্র মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ একনলা অবৈধ বন্দুকসহ একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি মনিরুল হক (৫০)-কে গ্রেফতার করেছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার মনিরুল হক রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কোদালিয়াকাটা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে এসআই বদিউল আলমের সমন্বয়ে একটি পুলিশ দল অভিযান চালায়। অভিযানে ফরিদ আলমের বাড়ির সামনে রাস্তা থেকে অবৈধ অস্ত্রসহ মনিরুল হককে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “মনিরুল হককে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অস্ত্র মামলা রয়েছে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত