শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা গিয়াস উদ্দিন আটক

নিজস্ব প্রতিবেদক :

নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনির একটি ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা গিয়াস উদ্দিন (৪০) কে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার গিয়াস উদ্দিন চন্দনাইশ উপজেলার কানা মাদারি এলাকার মৃত শেখ আহমদ নবী চৌধুরীর ছেলে। তিনি একসময় নগর ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু তালেবের অনুসারী ছিলেন। পরবর্তীতে তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীনের অনুসারী হন।

২০২৪ সালের ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর লাঠিসোটা নিয়ে হামলায় অংশগ্রহণ করেন গিয়াস উদ্দিন। ঘটনার পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, গিয়াস উদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত ছিলেন। তিনি শেরশাহ কলোনির একটি সরকারি দিঘি দখল করে সেখানে শতাধিক রুমবিশিষ্ট সেমি-পাকা ঘর নির্মাণ করে মাসে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ভাড়া আদায় করতেন বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “গিয়াস উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত