শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

রাঙামাটিতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক গ্রেফতার

আলমগীর মানিক, রাঙামাটি :

তরুণীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে রাঙামাটি শহরের কসমস রেস্টুরেন্ট ও মায়ের দোয়া নার্সারির মালিক সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “জনৈক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাকরির প্রলোভন দেখিয়ে সালাউদ্দিন এক তরুণীকে নিজ বাসায় ডেকে নেয়। অভিযোগ অনুযায়ী, সেখানে বিকেল ৫টা পর্যন্ত তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়।
পরে মুক্ত হয়ে সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেফতার করে।

থানা সূত্র আরও জানায়, রাঙামাটি শহরের হোটেল শাপলা (পূর্বের নাম) ভবনের উপরে স্থাপিত ‘কসমস রুফটপ রেস্টুরেন্ট’ ও ‘মায়ের দোয়া নার্সারি’র মালিক সালাউদ্দিন এর আগেও একাধিক নারীর প্রতি যৌন হয়রানির অভিযোগে আলোচনায় ছিলেন।

গত ১ জুলাই এক কলেজছাত্রীকে যৌন প্রস্তাব দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায়ও তিনি গ্রেফতার হয়েছিলেন। ওই ঘটনায় তরুণীর কাছে তার কুপ্রস্তাবের অডিও রেকর্ড সংরক্ষিত ছিল বলে জানা গেছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগেও সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনী অবগত আছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত