শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

সাংবাদিক হেলাল হুমায়ুনের ৯ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক :

প্রথিতযশা সাংবাদিক, শিক্ষানুরাগী হেলাল হুমায়ুনের নবম মৃত্যুবার্ষিকী ৩০ অক্টোবর বৃহস্পতিবার। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে মরহুমের বাসভবনের কমিউনিটি হলে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাতকানিয়ায় মরহুমের প্রতিষ্ঠিত আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, তালগাঁও আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল হেলাল মহিলা মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আল হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে এতিম ও দুস্থদের মাঝে খাবার এবং মরহুমের প্রতিষ্ঠিত কলেজে “হেলাল হুমায়ুন স্মৃতি বৃত্তি” প্রদানের কর্মসূচি রয়েছে। বর্ণাঢ্য জীবনে তিনি দৈনিক নয়াদিগন্তসহ জাতীয় বিভিন্ন পত্রিকায় চট্টগ্রাম ব্যুরো প্রধান, সাংবাদিক সংগঠন ও সমাজকল্যাণমূলক সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে তাঁর অনন্য অবদানের জন্য একাধিক স্বর্ণপদক ভূষিত হন।

বহুমূখী প্রতিভার অধিকারী হেলাল হুমায়ুন ১৯৫৬ সালের ১৫ জুন জন্মগ্রহন করেন এবং ২০১৬ সালের ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত