প্রথিতযশা সাংবাদিক, শিক্ষানুরাগী হেলাল হুমায়ুনের নবম মৃত্যুবার্ষিকী ৩০ অক্টোবর বৃহস্পতিবার। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে মরহুমের বাসভবনের কমিউনিটি হলে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাতকানিয়ায় মরহুমের প্রতিষ্ঠিত আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, তালগাঁও আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল হেলাল মহিলা মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আল হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে এতিম ও দুস্থদের মাঝে খাবার এবং মরহুমের প্রতিষ্ঠিত কলেজে “হেলাল হুমায়ুন স্মৃতি বৃত্তি” প্রদানের কর্মসূচি রয়েছে। বর্ণাঢ্য জীবনে তিনি দৈনিক নয়াদিগন্তসহ জাতীয় বিভিন্ন পত্রিকায় চট্টগ্রাম ব্যুরো প্রধান, সাংবাদিক সংগঠন ও সমাজকল্যাণমূলক সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে তাঁর অনন্য অবদানের জন্য একাধিক স্বর্ণপদক ভূষিত হন।
বহুমূখী প্রতিভার অধিকারী হেলাল হুমায়ুন ১৯৫৬ সালের ১৫ জুন জন্মগ্রহন করেন এবং ২০১৬ সালের ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।



