শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

ইউপিডিএফের গুলিতে নিহত ৩ পাহাড়ি: বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

আলমগীর মানিক, রাঙামাটি :

পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গুলিতে নিহত তিন জন সাধারণ পাহাড়ি যুবকের হত্যার সুবিচার দাবি করে বুধবার (২৯ অক্টোবর) সকালেই রাঙামাটির বনরূপা আলিফ মার্কেটের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিএনপি রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন, পিসিসিপি জেলার সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সরকারি কলেজ শাখার নেতা নয়ন বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত রামসু বাজার সংঘর্ষের সময় পাহাড়ের চূড়া থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র দলের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলে তিনজন সাধারণ পাহাড়ি যুবক — আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা — নিহত হন। তারা অভিযোজিত কর্মকাণ্ডকে পরিকল্পিত বলে আখ্যায়িত করে অভিযোগ করেন যে, ইউপিডিএফ এলাকার সাধারণ জনতাকে উস্কে দিয়ে এবং পাহাড়ের উপর থেকে গুলি চালিয়ে ওই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্রের অংশ।

বক্তারা আরো বলেন, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠনগুলো গত কিছুদিন ধরে বিভিন্ন ঘটনায় উত্তেজনা সৃষ্টি করে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে—তাদের উদ্দেশ্য ছিলো দেশের অভ্যন্তরীণ-বহির্ভূত চাপ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা অর্জন। তাই ঘটনার 모든 দায়ীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা জরুরি।

সমাবেশে অংশগ্রহণকারীরা তিনজন নিহতের দ্রুত ও ন্যায্য তদন্ত ও বিচারের দাবি জানিয়ে, অভিযোগপত্রভুক্ত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা স্মরণ করিয়ে দেন। তারা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ব্যবস্থা না নেয় তবে পিসিসিপি কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

উক্ত বক্তৃতায় আরও বলা হয়, ১৯ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা একটি বৃহৎ ষড়যন্ত্র—এই ষড়যন্ত্রের অংশ হিসেবে রামসু বাজারে ওই তিনজনের হত্যাকাণ্ডও সংঘটিত হয়েছে বলে তারা মনে করেন। তারা সবাইকে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য আহরণের আহ্বান জানান এবং ইউপিডিএফকে প্রত্যাখ্যান ও বয়কট করার ডাক দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত