শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার অসহায়-দুঃস্থ মানুষকে সহায়তা করছে : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার সমাজের দুঃস্থ এবং অসহায়দের সহায়তা করছে জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারাদেশে মেডিকেলগুলোতে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য বছরে ২৪ কোটি টাকা সহায়তা করে। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা এবং অনাথ আশ্রমগুলোতে ১৩ হাজার শিশুকে অর্থ সহায়তা, ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।

উপদেষ্টা বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণর্থীদের মাঝে সনদ ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত অর্থ বছরে সরকার ৪ কোটি অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে । সমাজের অনাথ, দুঃস্থ , বিধবা, প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।

অসহায় মানুষের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রামে অনেক বড় বড় মানুষ আছেন। তাদের মন বিশাল। কোন অসহায় মানুষকে এক বেলা আহার করিয়ে যে প্রশান্তি পাওয়া যায় তা অন্য কোন কাজে পাওয়া যায়না। তাই সমাজের প্রান্তিক অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

আ ফ ম খালিদ হোসেন বলেছেন, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয় অসহায় দুঃস্থদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ইউরোপে কোন মানুষ সকালের নাস্তার জন্য তিনটি বার্গার কিনলে একটি চ্যারিটির জন্য রেখে দেয়, যাতে কোন অসহায় মানুষ আসলে সেখান থেকে নিতে পারে।

চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম এর উপ-পরিচালক ফাহমিদা বেগম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক হাফেজ মো. আমানুল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত