শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

রাউজানে এক বসতঘর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব- ৭।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মৃত খায়েজ আহম্মেদ চেয়ারম্যান বাড়ির কামাল উদ্দিনের বসতঘর থেকে  এসব অস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার মৃত খায়েজ আহম্মেদ চেয়ারম্যানের ছেলে মো. কামাল (৫০) ও  মৃত সফিক আহম্মেদের ছেলে মো. সোহেল আহম্মদ (৪৪)।

এ সময় কামালের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার মো. কামাল উদ্দিনের নামে রাউজান থানায় ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, কতিপয় ব্যক্তি চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় একটি বসত বাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুদ করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ ভোরে র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি দল রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার কামাল উদ্দিনের বসত বাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে রিমান্ডে এনে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থির হয়ে উঠে রাজনৈতিক পরিস্থিতি। গত ১৪ মাসে এ উপজেলায় খুন হয়েছে ১৭ জন। এরমধ্যে ১২ জন রাজনৈতিক কারনে খুন হয়েছে বলে জানা গেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত