শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

আনোয়ারায় শাহ মোহসেন আউলিয়া (র.) দরগাহে ব্যারিস্টার শাকিলা ফারজানা

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আধ্যাত্মিক জনপদ আনোয়ারায় মহান ওলি শাহ মোহসেন আউলিয়া (র.) দরগাহে জেয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। বর্তমানে তিনি এলাকায় জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ব্যারিস্টার শাকিলা ফারজানা প্রথমে কুতুবদিয়া মালেক শাহ (র.) দরবারে জেয়ারত করেন। পরবর্তীতে আনোয়ারার বটতলীতে অবস্থিত শাহ মোহসেন আউলিয়া (র.) মাজারে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে তিনি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।

২০০৯ থেকে ২০১৪ সালের রাজনৈতিক দমন-পীড়নের সময় অসংখ্য বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর আইনি সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। হেফাজতসহ রাজনৈতিকভাবে নিপীড়িত গোষ্ঠীর পক্ষে দাঁড়ানোয় ২০১৫ সালের ১৮ আগস্ট তাকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে তার দুই সহকারীসহ গ্রেফতার করা হয়। রিমান্ডে নির্যাতনের শিকার হন তিনি; আদালতে উপস্থিতির সময় তার অশ্রুসিক্ত নয়ন আন্দোলনকর্মীদের আবেগে আন্দোলিত করে। দীর্ঘ কারাভোগ শেষে জামিনে মুক্তি পেলেও মামলাটি আজও তার অগ্রযাত্রার পথে অন্যতম বাধা হয়ে আছে।

দলীয় দুঃসময়ে মাঠপর্যায়ে সরব থাকা, সংগঠন টিকিয়ে রাখা ও মানবিক আচরণের কারণে হাটহাজারী-আনোয়ারা এলাকায় দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। তৃণমূল থেকে প্রবীণ নেতৃবৃন্দ—সবাই তাকে আগামী দিনের সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখছেন। অনেকেই তাকে মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের “যোগ্য উত্তরসূরি” বলে অভিহিত করছেন।

মাজার জেয়ারত শেষে তিনি যান জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু তাহেরের বাড়িতে। সেখানে পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আন্দোলনের কঠিন সময়ে তার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “যারা দুঃসময়ে দলের পক্ষে রাস্তায় ছিল—আগামী ইতিহাস তাদের নামেই লেখা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ নুর, মো. হান্নান, মো. কাশেম, মো. মহিউদ্দিন, মো. রাশেল, শাহ আলম মেম্বার, দরবারের খাদেম অহিদুল আলম, ফরিদ, মো. তৈয়ব, কায়ছার, শমসু মেম্বারসহ আরও অনেকে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত