শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা: তথ্য উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক :

আগামী এক সপ্তাহের মধ্যেই সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন কমপক্ষে নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণের উদ্যোগ চলছে।

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে নিজের মন্ত্রণালয়ের সংস্কার অগ্রগতি তুলে ধরে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “আমরা প্রচারসংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়াতে চাই, যেন গণমাধ্যম টিকে থাকে। স্থানীয় ও ইংরেজি পত্রিকার প্রকৃত প্রচারসংখ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে মাহফুজ আলম বলেন, “নোয়াব ও পত্রিকা মালিকদের সঙ্গে তিন দফা বৈঠক হয়েছে, কিন্তু তারা রাজি হয়নি। তাই যারা বেতন দিতে পারবে না, তাদের বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতায় যারা টিকে থাকতে পারবে না, তারা বাজার থেকে ছিটকে যাবে।”

তিনি আরও জানান, ‘ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া পলিসি’ এবং ‘সাংবাদিক সুরক্ষা আইন’ শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। যেসব পত্রিকা বাস্তবে প্রকাশিত হয় না, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

বেসরকারি টেলিভিশনের আইনগত কাঠামোর ঘাটতির বিষয়ে মাহফুজ আলম বলেন, “টিভি লাইসেন্স দেওয়া হয়েছিল আওয়ামী লীগঘনিষ্ঠ কিছু গ্রুপ অব কোম্পানিকে। তারা এখনো মালিকানা ধরে রেখেছে এবং বিদেশ থেকে লাভের টাকা গুনছে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত