শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে ঈদগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের মহেশখালীতে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে অবমাননাকর কটূক্তির প্রতিবাদে ঈদগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার ইসলামাবাদ ফকিরা বাজারে এ বিক্ষোভ সমাবেশে শতশত তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, এনসিপি নেতা রহিম চৌধুরী ও ছাত্র নেতা হারুনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিশ্বনবীকে অবমাননার মধ্য দিয়ে বিশ্বের সব মুসলমানের হৃদয়ে আঘাত হানা হয়েছে। ধর্মীয় উস্কানিদাতাদের অপরাধী হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত