কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মাইজপাড়ায় মসজিদের পুকুরে ডুবে সিদরাতুল রামীম(১১) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজীপাড়ার রফিকুল ইসলাম -লিমা আক্তার দম্পতির কন্যা।
স্থানীয় শহিদুল ইসলাম জানান, ঘটনার কয়েকদিন আগে মায়ের সাথে নানার বাড়ীতে বেড়াতে যায় শিশু রামীম। ঘটনার দিন খেলারছলে নানার বাড়ীর পাশ্ববর্তী মসজিদের পুকুরে অসাবধানতা বশত পড়ে পানিতে ডুবে শিশুর কন্যাটি মারা যায়। দীর্ঘক্ষণ এ শিশু কন্যার সন্ধান না পেয়ে পরে স্বজনরা ভাসমান অবস্থায় শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। একই দিন তিনটায় দাফন সম্পন্ন করা হয়।


