শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

ঈদগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইয়ে জড়িত কিশোর চিহ্নিত

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে ছিনতাইকারী জড়িত কিশোর চিহ্নিত হয়েছে। তার নাম মিজানুর রহমান (১৪), সে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মাধ্যম মাইজপাড়ার মোজাম্মেল হকের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, কিশোর মিজান তার ওয়ার্ডের মেজাম্মেল হকের পালিত পুত্র। ছেলেটির চলাফেরা বেপরোয়া হওয়ায় কিছু দিন আগেও তার পিতা তাকে অভিযোগ করেন এবং ছেলেটিকে খারাপ পথ থেকে ফিরে আসতে সতর্ক করেন।

ফেসবুকে আজকের ঘটনার ছবি দেখে তিনি ছেলেটি মিজান বলে নিশ্চিত হন। ঘটনা পরবর্তী থানা পুলিশও তার বিষয়ে খোঁজ নিয়েছেন জানান।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন জানান , আজকের মধ্যেই ছিনতাই চক্রের এ সদস্যকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

প্রসঙ্গত রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে চট্রগামমুখি প্রবাল এক্সপ্রেস ট্রেন ঈদগাঁওয়ের ইসলামাবাদ রেল স্টেশন পৌঁছার আগে একটি ব্রীজ অতিক্রমকালে তিন সদস্যের কিশোর ছিনতাইকারী দলের এক সদস্য দেশিয় অস্ত্র হাতে চলন্ত ট্রেনের যাত্রীকে লক্ষ্য করে আক্রমণ করে। এতে উজ্জ্বল বড়ুয়া নামের এক যাত্রী আহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইকারীর আক্রমণের স্থির চিত্র ভাইরাল হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। এতে নেটিজেনরা এ কিশোর ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তবে এ চাঞ্চল্যকর ঘটনা ইসলামাদ রেল স্টেশন মাস্টার মোঃ: আব্দুল কাইয়ুম ও কক্সবাজার রেল পুলিশের জিআরপি পরিদর্শক শাহ্ জালাল কেউ অবগত নয় জানান।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য দিবালোকে কিশোর ছিনতাইকারী চক্র কর্তৃক ট্রেনে আক্রমণের ছবি ছড়িয়ে পড়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেটিজেনরা গভীর উদ্বেগ প্রকাশের দিন পার না হতেই চিহ্নিত হওয়ায় জনমনে স্বস্তি নেমেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত